প্রাণিসম্পদ ব্যবস্থাপনার সকল ক্ষেত্রে উভমূখী (ভেতর হতে বাহির ও বাহির হতে ভেতর) পথে ক্ষতিকর জীব ও রোগজীবানুর আগমন-নির্গমন ও বিস্তার রোধের এক গুচ্ছ প্রতিরোধমূলক ব্যবস্থার নাম জৈবনিরাপত্তা। অনাবশ্যক, অনাকাংখিত, অননুমোদিত কোনো প্রাণি যেমন, বহিরাগত আগন্তক মানুষ, কুকুর, বিড়াল, সাপ, ব্যাঙ, ইঁদুর, তেলাপোকা, চড়–ই পাখী, শিয়াল ও বন্য পশু-পাখী ইত্যাদি এবং এদের দ্বারা বাহিত রোগের জীবানু; জীবানুযুক্ত যানবাহন ও বহিরাগত অন্যান্য সকল দ্রব্য সামগ্রী ফার্মের অভ্যন্তরে জীবানুমুক্তকরণ ছাড়া প্রবেশ বা যাতায়াত নিয়ন্ত্রণের সামগ্রীক ব্যবস্থাপনা জৈব নিরাপত্তা তথা নিরাপদ প্রানিজ খাদ্য উৎপাদনের পূর্বশর্ত। নিয়মিত টহল বা মনিটরিং ব্যবস্থার মাধ্যমে জৈবনিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য্য।