সুস্বাস্থ্যকরণের সুনির্দিষ্ট সময়ভিত্তিক লক্ষ্যমাত্রা নিয়ে মাংস ও চামড়া উৎপাদন এখন আত্মকর্মসংস্থানে সীমাবদ্ধ নেই বরং এ খাত এখন লাভজনক বানিজ্যিক শিল্পখাতে রূপান্তরিত। ফলে, অপুষ্ট গবাদিপ্রাণিকে সুস্বাস্থ্যকরণের লক্ষ্যে গবাদিপশু লালন পালনের মৌলিক কারিগরি ও প্রযুক্তিগত ধারনা; উদ্দেশ্য ও উদ্যোগের সাথে তাল মিলিয়ে জাত নির্বাচন; নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্পন্ন প্রাণিজ আমিষ সরবরাহ; গুণগত মাণসম্পন্ন প্রাণিসম্পদ পন্য উৎপাদন ও বিপননের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাবে।